ব্যাংক সুদের হার কমলো
নিজস্ব প্রতিবেদক :
সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংক লিমিটেড স্থায়ী আমানতের সুদহার দশমিক ৫০ শতাংশ পয়েন্ট পর্যন্ত কমিয়েছে।
আজ সোমবার থেকে নতুন সুদের হার কার্যকর শুরু হয়েছে। এর আগে ২৩ মে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে পাঁচ ধরণের সঞ্চয়পত্রের সুদহার এক দশমিক ৯০ শতাংশ পয়েন্ট পর্যন্ত কমায়।
নতুন সুদহার অনুযায়ী, তিন মাস বা তার বেশি, কিন্তু ছয় মাসের কম স্থায়ী আমানতে সুদ হবে ৭ দশমিক ৫০ শতাংশ, ছয় মাস বা তার বেশি কিন্তু এক বছরের কম সময়ে গ্রাহকরা আমানতে সুদ পাবে ৭ দশমিক ৭৫ শতাংশ। আর এক বছর বা তার বেশি সময়ের আমানতের সুদহার ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
কিন্তু ৫ কোটি টাকার বেশি যেকোনো আমানতের ক্ষেত্রে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এই ঘোষিত সুদহারের বাইরেও সুদহার নির্ধারণ করতে পারবেন শাখা ব্যবস্থাপকরা।
প্রতিক্ষণ/এডি/নুর