ব্রণ সারাতে লাল ফল
প্রতিক্ষণ ডেস্ক
ব্রণ ও ব্রণের ক্ষত সারাতে পারে লাল ফলগুলো। পাশাপাশি সবসময় হাতের কাছে থাকা বিভিন্ন লাল উপকরণ ব্যবহারে ত্বক হয় উজ্জ্বল। ত্বকে প্রাকৃতিক গোলাপি আভা নিয়ে আসতেও লাল ফলের জুড়ি নেই। জেনে নিন লাল ফলের কয়েকটি ফেসপ্যাকের কথা:
স্ট্রবেরি
কয়েকটি স্ট্রবেরি হাত দিয়ে কচলে এক টেবিল চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ব্রণের ওপর লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। ব্রণের ক্ষত সারাতেও কার্যকর ফেসপ্যাকটি।
টমেটো
একটি পাকা টমেটো অর্ধেক করে কেটে নিন। কাটা অংশ ত্বকের সঙ্গে চেপে রসটুকু লাগান। কিছুক্ষণ সময় দিন শুকানোর জন্য। শুকিয়ে গেলে আরেক টুকরা টমেটো নিয়ে একইভাবে লাগান ত্বকে। ১৫ মিনিট পর ঠাণ্ডা দুধ দিয়ে ত্বক ধুয়ে নিন। না মুছে প্রাকৃতিকভাবে শুকাতে দিন। এভাবে প্রতি সপ্তাহে একবার করলে ব্রণ শুকিয়ে যাবে।
গোলাপের পাপড়ি
গোলাপের পাপড়ি পিষে ব্রণের উপর লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। তারপর একই স্থানে ঠাণ্ডা দুধের ক্রিম লাগান। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
আপেল
আপেল ব্রণ সারাতে খুবই কার্যকর। আপেলের রস দিয়ে মুখ ধুয়ে নিন। ২০ মিনিট পর অ্যালোভেরার জেল লাগান ব্রণের ওপর। ব্রণের পাশাপাশি ব্রণের ক্ষতও সারাবে এটি।
প্রতিক্ষণ/এডি/এনজে