ব্রাজিল আউট

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ৯, ২০২২ সময়ঃ ১১:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৮ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

ক্রোশিয়া যেন এক পাহাড়। সেই পাহাড় টপকাতে ব্রাজিলকে ৯০ মিনিট শেষ করেও আরো অতিরিক্ত ১৫ মিনিট অপেক্ষা করতে হয়। কিন্তু শেষ অবদি হলো না ৪-২ পেনাল্টি কিকে হেরে গেল ৫ বারের িিশরোপা জয়ী ব্রাজিল। পেনাল্টিতে গেলে ক্রোশিয়ার গোলরক্ষক পাহাড়ের মতো দাঁড়িয়ে যাবে এটা নেইমাররা জানত। সেই গোলরক্ষকের কাছেই হেরেছে ব্রাজিল।

ফিফার ১২তম দল ক্রোশিয়াকে  হারিয়ে ১ নম্বর দল ব্রাজিল সেমিফাইনালের টিকিট কাটা হল না।

৯০ মিনিটে দুই দলের আক্রমন আর পাল্টা আক্রমন দেখে শেষ হল। তবে এর মধে্য দুই দুই দলই গোলের সুযোহ পেয়েছে। ম্যাচে ব্রাজিল শুরুতেই গোল হজম করার কথা।

তবে দ্বিতীয়াধে ব্রাজিল চেপে ধরে। ফল আসে ৯০ মিনিট পার করে অতিরিক্ত সময়ের ১৫ মিনিট শেষ করে। নেইমার জাদুতে ক্রোশিয়ার গোলরক্ষক ও  ডিফেন্স ডস খেয়ে গেল, বল কোনাকুনি ভাবে জালে ১-০।

কিন্তু আনন্দ টিকতে দেয়নি ক্রোশিয়া ১৬ নম্বর। ব্রাজিলের ভুলে ডিফেন্স এর মাঝ থেকে কাটিয়ে গোল আদায় করলে সমতায় যায় ম্যাচ ১-১। শেষ অবদি পেনাল্টি কিক। ২টি মিস ব্রাজিলের দুবর্বলতার প্রকাশ।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G