ব্রাজিলে পর্যটন বাস গিরিখাদে, নিহত ৪২
ইফতেখার রাজু, প্রতিক্ষণ ডট কম
ব্রাজিলে গিরিখাদে একটি পর্যটন বাস পড়ে গেলে অন্তত ৪২ জন যাত্রী নিহত হন। গতকাল শনিবার দেশটির দক্ষিণে পার্বত্য পথ ধরে যেতে থাকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে সেখানকার আঞ্চলিক সরকার জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- বাসে যাত্রীসংখ্যা ছিল ৫০। এটি ৪০০ মিটার (প্রায় ১৩০০ ফুট) উচ্চতা থেকে একটি ঘন গাছপালায় ঢাকা গিরিপথে নিপতিত হয়।
দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে, স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, রাতের বেলা চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি গিরিখাদে পড়ে যায়। পুলিশের ধারণা সরু বাঁক অতিক্রম করার সময় এটি যন্ত্রাংশের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে থাকবে।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, সান্তা ক্যাটারিনা প্রদেশে ওই দুর্ঘটনার পর প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৩০ জন বলে জানানো হয়েছিল। কিন্তু উদ্ধারকারী দল এরপর আরও মরদেহ উদ্ধার করেছে। সরকারের মুখপাত্র ক্যালডিও থমাস জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধারকারীদের পৌঁছতে বেশ বেগ পেতে হচ্ছে। তিন শিশুকে উদ্ধার করে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর তারা মারা গেছে। এতে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বাসটি প্রায় ৪০০ মিটার গভীর গিরিখাদে পড়ে গেছে। সেখানে ঘন বন থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।
ঐ পার্বত্য এলাকা ভ্রমণকারীদের তীর্থস্থানগুলোর অন্যতম। পাহাড়ি অঞ্চলটি সান্তা কাতেরিনা প্রদেশের অন্তর্ভুক্ত জইনভিল শহরের অন্তর্গত। তাৎক্ষণিকভাবে একটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়েছে। কিন্তু তাকে অনুকূল স্থানে অবতরণ করানো যায়নি। কারণ, বনাঞ্চল খুবই ঘন।
এদিকে ৩২ জন ঘটনাস্থলেই নিহত হন। অবশিষ্ট ১০ জন- যাদের ভেতর ৩ জন শিশু- হাসপাতালে নেয়ার পর মারা যান।
তথ্য সূত্র: এএফপি
প্রতিক্ষণ/এডি/ই রা