ব্রাজিলে সরকার বিরোধী সমর্থকদের দাঙ্গা

প্রকাশঃ ডিসেম্বর ১৩, ২০২২ সময়ঃ ২:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৭ অপরাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

লুলা দা সিলভাকে দেশটির নতুন রাষ্ট্রপতি হিসেবে অনুমোদন করায় জাইর বলসোনারো সমর্থকরা ব্রাজিলের রাজধানীতে পুলিশের মুখোমুখি হয়। এক পর্যায়ে দাঙ্গাকারীরা ফেডারেল পুলিশ সদর দফতরে হামলার চেষ্টা করে।

জাইর বলসোনারোর সমর্থকরা সোমবার পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয় এবং ব্রাজিলের রাজধানী শহর ব্রাসিলিয়াতে ফেডারেল পুলিশের সদর দফতর আক্রমণ করার চেষ্টা করে। ব্রাসিলিয়ার জন-নিরাপত্তা সচিবালয় এক বিবৃতিতে বলেছে, পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর অশান্তি শুরু হয়। আগের দিন সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরেস গণতান্ত্রিক বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার সন্দেহভাজন হোসে অ্যাকাসিও সেরে জাভান্তেকে সাময়িক গ্রেপ্তারের আদেশ দেন।

অতি-ডানপন্থি বলসোনারো ৩০ অক্টোবর বামপন্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পুনঃনির্বাচনে হেরেছেন। তার অনেক সমর্থক দেশজুড়ে সামরিক ব্যারাকের বাইরে জড়ো হয়েছে, পরাজয় স্বীকার করতে অস্বীকার করেছে এবং সশস্ত্র বাহিনীকে হস্তক্ষেপ করতে বলছে।

সূত্র : এমএনএস নিউজ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G