ব্রাঞ্জেলিনার নতুন সিনেমা ‘বাই দ্য সী'( ট্রেলার সহ)

প্রথম প্রকাশঃ আগস্ট ১০, ২০১৫ সময়ঃ ৩:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৩ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

bradjelinaব্রাডপিট এবং এঞ্জেলিনা জোলি অভিনীত আমেরিকান সিনেমা “বাই দ্য সী” এর ট্রেলার প্রকাশ পেয়েছে। সিনেমাটি এই বছরের নভেম্বরে মুক্তি পেতে যাচ্ছে।

সিনেমাটি এঞ্জেলিনা জোলি নিজেই তাদের এঞ্জেলিনাপিট প্রযোজনা প্রতিষ্ঠান হতে প্রযোজিত করছেন। এর গল্পটিও লিখেছেন এঞ্জেলিনা জোলি। গল্পটি তিনি অনেক আগেই লিখেছেন তবে গত বছর ১৪ মে তিনি ঘোষণা দেন এই গল্পের উপর ভিত্তি করে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। যেখানে অভিনয় করবেন তিনি নিজেই এবং তার সাথে জুটি বাধবেন ব্রাডপীট।

গল্পটিতে দেখা যাবে ১৯৭০ সালের মাঝামাঝি দিকে ফ্রান্সের ভেনেসা-রোল্যান্ড দম্পতি  সমুদ্রের তীরবর্তী একটি জায়গায় ঘুরতে যায়। ভেনেসা একজন পুরানো ক্লাব ড্যান্সার এবং রোল্যান্ড একজন লেখক। এখানে তাদের বৈবাহিক কলহের বিবাদ ও তার সমাধানের চিত্র রুপায়িত হয়।

২০০৫ সালের ‘মিস্টার এন্ড মিসেস স্মিথ’ এর পর এটাই তাদের একত্রে জুটিবদ্ধ কোন সিনেমা। সিনেমাটি পুরোটাই ইউরোপের মালটায় চিত্রায়িত হয়েছে।

প্রতিক্ষন/এডি/ইম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G