চুলের যত্ন হচ্ছে কিনা জানাবে স্মার্ট ব্রাশ

প্রকাশঃ জানুয়ারি ১৭, ২০১৭ সময়ঃ ৫:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

06বাজারে চুল আঁচড়ানোর স্মার্টব্রাশ নিয়ে আসছে কসমেটিক্স সংস্থা ল’ওরিয়েল। চুলে ব্রাশ ব্যবহারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এতে একাধিক সেন্সরের সংযুক্ত করা হয়েছে। সেন্সর ছাড়াও ব্রাশটিতে আরোও রয়েছে মাইক্রোফোন, জাইরোস্কোপ আর অ্যাকসেলেরোমিটার।

ব্রাশটির বিশেষত্ব হচ্ছে- জোরে ব্রাশ করলেই এটি কাঁপতে থাকবে। এর সাথে থাকা ইন-বিল্ট মাইক্রোফোনে চুল ভাঙ্গার শব্দ রেকর্ড হবে। ব্যবহারকারী তার চুলের যত্ন ঠিক মতো করছেন কিনা তার একটি প্রোফাইল তৈরি করে দেবে এই ব্রাশ। এছাড়াও ওয়াই-ফাই বা ব্লুটুথের সাহায্যে অ্যাপে প্রোফাইলের ইনফরমেশন পাঠাবে এটি। এতে ব্যবহৃত সফটওয়্যার চুলের মান, বিভিন্ন অভ্যাস আর ব্যবহৃত জিনিস বিশ্লেষণ করে ইউজারের সম্পর্কে উপযুক্ত তথ্য দেবে।

ফিনিশ টেকনোলজি সংস্থা নকিয়ার মালিকানাধীনে পরিচালিত দুই সংস্থা কেরাসটাস আর ওইথিংস-এর অংশিদারিত্বে ল’ওরিয়াল এর হেয়ার কোচের এই ব্রাশটি তৈরীতে সময় লেগেছে প্রায় ১৮ মাস। এর দাম নির্ধারণ করা হয়েছে ২শ’ ডলার। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত এক অনুষ্ঠানে সিইএস-এ ঘোষিত নতুন গ্যাজেটগুলোর মধ্যে অন্যতম আকর্ষণ ছিল এই ব্রাশ ।

 

প্রতিক্ষণ/এডি/এস. টি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G