ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশঃ মে ১৩, ২০১৫ সময়ঃ ৩:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, প্রতিক্ষণ ডটকম:

sarailব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রায় দুই-শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকা থেকে শুরু করে হাসপাতাল মোড়, ওছালিয়া পাড়া, কালিকচ্ছ বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে ঐসব এলাকায় সরকারী জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দু’শতাধিক দোকান, সমিল, ব্যক্তিগত অফিস, বাশেঁর মাচা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়।

উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানান- দীর্ঘদিন ধরে সড়কের দু’পাশের জায়গা বেদখল ছিল।

কোন বৈধ কাগজপত্র না থাকলেও মালিক সেজে বসেন স্থানীয় প্রভাবশালী লোকজন। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

প্রতিক্ষণ/এডি/নাঈম/আরেফিন

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G