ব্রিটিশ নির্বাচনে শেখ হাসিনার ভাগ্নি

প্রকাশঃ মে ৭, ২০১৫ সময়ঃ ৬:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

tulip1ব্রিটেনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক ১২ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদের মধ্যে এগিয়ে আছেন সাবেক এমপি রুশনারা আলী, লেবার পার্টির রুপা হক ও টিউলিপ সিদ্দিক।

টিউলিপ সিদ্দিক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে। তিনি হ্যাম্পস্টেড এবং কিলবার্ন আসনে লেবার পার্টির প্রার্থী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি হওয়ায় ব্রিটেনের নির্বাচন ও এর ফল নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে রয়েছে বাড়তি আগ্রহ। টেলিভিশন-পত্রিকার পাশাপাশি সেদেশে অবস্থানরত প্রবাসীদের কাছেও সর্বশেষ অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করছেন অনেকে। খবর নিচ্ছেন টিউলিপের নির্বাচনে জয়ের সম্ভাবনা বিষয়েও।

এদিকে প্রভাবশালী অনলাইন, প্রিন্ট আর ইলেকট্রনিক মিডিয়াকে পাল্লা দিয়ে লন্ডনের সর্বাধিক প্রচারিত ইভনিং স্ট্যান্ডার্ড পুরো সেন্টার পেজের দুই পৃষ্ঠাব্যাপী পরপর দুই দিন টিউলিপ সিদ্দিকীকে নিয়ে খবর ছাপে।

ব্রডকাস্টার ম্যালভিন ব্রাগ, এক্টর রিচার্ড উইলসন, এক্টর ডেভিড ব্যাডিয়েল, গ্রেগ ওয়াইস এবং এমা থম্পসন, লেখক বনি গ্রির, ক্যাথি লেট, থিয়েটর ডিরেক্টর জনাথান মিলার, প্লেরাইট ডেভিড হ্যার, প্রভাবশালী ব্যক্তিত্ব রবার্ট ওয়েব, বিখ্যাত কমেডিয়ান এডি ইজ্জার্ডসহ অনেক প্রভাবশালী সেলিব্রেটি হ্যাম্পস্ট্যাড কিলবার্নে টিউলিপকে এমপি হিসেবে দেখতে চেয়ে সরাসরি ক্যাম্পেইন করেছেন।

মেয়ের হয়ে লেবার পার্টির জন্য ক্যাম্পেইন করেছেন বঙ্গবন্ধুকন্যা ও টিউলিপের মা শেখ রেহানাও।

টিউলিপ স্বামী ক্রিস পার্সিকে সাথে নিয়ে নিজ এলাকার ভোট কেন্দ্রে সকালেই তার ভোট দেন। নির্বাচনী জরিপ বলছে খুব সহজেই জিতে পারেন লেবার পার্টির এই প্রার্থী।

এক নজরে টিউলিপ সিদ্দিক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার মেয়ে  টিউলিপ রিজওয়ানা সিদ্দিক লন্ডনের মিচামে জন্মগ্রহণ করেন।

টিউলিপের শৈশব কেটেছে বাংলাদেশ, ভারত এবং সিঙ্গাপুরে। লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স, পলিসি ও গভর্মেন্ট বিষয়ে  স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তার।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্রেটার লন্ডন আর্থরিটি এবং সেইভ দ্য চিলড্রেনের সঙ্গে কাজ করেন টিউলিপ। তিনি মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হন।

২০১০ সালে ক্যামডেন কাউন্সিলে প্রথম বাঙালি নারী কাউন্সিলর নির্বাচিত হন টিউলিপ। ২০১৩ সালের জুলাইয়ে স্থানীয় পার্টির সদস্যদের ভোটে টিউলিপ হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার পার্টির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা টিকেট পান।

প্রতিক্ষণ/এডি/আরেফিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G