ব্রিটেনের দাউদ ইব্রাহিমের সম্পত্তি চিহ্নিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ব্রিটেন সফরের আগে ব্রিটেনে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সম্পত্তির একটি তালিকা তৈরি করেছে ভারত সরকার।
খবরে বলা হয়েছে, ব্রিটেনের অন্তত ১৫টি জায়গায় দাউদের সম্পত্তি রয়েছে। তালিকায় শীর্ষে রয়েছে সেন্ট জন উড রোডের নাম। লন্ডনের এই জায়গায় রয়েছে দাউদের একটি ঢাউস গ্যারেজ। এখান থেকেই দাউদ অ্যান্ড কোম্পানি তাদের বেআইনি কাজ চালায়।
এছাড়াও কুখ্যাত এই মাফিয়া ডনের সম্পত্তি রয়েছে হার্বার্ট রোড, রিচমন্ড রোড, ডার্টফোর্ট হোটেল, টমসউড রোড, রোহাম্পটন হাই স্ট্রিট, ল্যান্সলট রোড, থার্টন রোড, এসেক্স, শেফার্ডস গার্ডেন, গ্রেট সেন্ট্রাল অ্যাভিনিউ, সেন্ট সুইদিন্স লেন, রোহেম্পটন হাই স্ট্রিট, উডহাউস রোড এবং রিচমন্ড রোডে। এর কিছু জায়গায় রয়েছে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, কোথাও বা হোটেল।
প্রসঙ্গত, ১২ থেকে ১৪ নভেম্বর ব্রিটেন সফর করবেন নরেন্দ্র মোদি। সেই সফরেই দাউদের সম্পত্তি নিয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে কথা বলবেন তিনি।
সূত্র: জি নিউজ
প্রতিক্ষণ/এডি/এনজে