ব্রিটেনের রাজকার্য থেকে অবসরের ঘোষণা ফিলিপের

প্রকাশঃ মে ৪, ২০১৭ সময়ঃ ৫:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৬ অপরাহ্ণ

প্রিন্স ফিলিপ

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ আগামী সেপ্টেম্বর থেকে সবধরনের রাজ কার্য থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

প্যালেসের একজন মুখপাত্র জানান, প্রিন্স ফিলিপ নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন। রানী এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপ আগামি আগস্ট মাস পর্যন্ত তার পূব নির্ধারিত রাজকার্যগুলো পালন শেষেই সরে দাঁড়াবেন। তবে রানী আগের মতোই তার সমস্ত রাজকার্য পালন করে যাবেন বলে প্যালেস সূত্র জানিয়েছে।

বিবৃতিতে মুখপাত্র আরো বলেন, প্রিন্স ফিলিপ রাজকার্য পালন থেকে সড়ে দাঁড়ালেও মাঝে মাঝে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নেবেন।

আগামি ১০ জুন প্রিন্স ফিলিপ ৯৬ বছরে পা দিচ্ছে। রানী এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ এ বছরের নভেম্বর মাসে তাদের ৭০ তম বিবাহ বার্ষিকী পালন করবে।

সূত্র: বিবিসি।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G