ব্লগার ওয়াশিকুর হত্যায় মামলা
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
ব্লগার ওয়াশিকুর রহমান হত্যার ঘটনায় মামলা দায়ের করেছেন নিহতের ভগ্নিপতি মনির হোসেন মাসুদ । সোমবার রাত সাড়ে ১০টায় মামলাটি দায়ের করা হয় বলে জানান তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. সালাহ উদ্দিন। এতে চারজনকে আসামী করা হয়।
আসামিরা হলো, ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার হওয়া জিকরুল্লাহ ও আরিফুল এবং আবু তাহের ও মাসুম নামে আরও দুই জন। ওসি সালাহউদ্দিন জানান, গ্রেপ্তার দুই জনের প্রাথমিক স্বীকারোক্তি অনুযায়ী আবু তাহের ও মাসুমের নাম দেওয়া হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চলের বেগুনবাড়িতে সোমবার সকালে এই হত্যাকাণ্ডের পরপরই জনতা ধাওয়া করে ওই দুই জনকে ধরে ফেলে। তিন হামলাকারীর মধ্যে এই দুই জন ছিলেন বলে স্থানীয়দের দাবি। তাদের গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধর্মীয় মতাদর্শ নিয়ে লেখালেখির কারণে বিরোধ থেকে ওয়াশিকুরকে হত্যার কথা গ্রেপ্তার দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
২৭ বছর বয়সী ওয়াশিকুর তেজগাঁও কলেজ থেকে লেখাপড়া শেষ করে মতিঝিলের ফারইস্ট এভিয়েশন নামের একটি ট্র্যাভেল এজেন্সিতে প্রশিক্ষক হিসেবে কাজ করছিলেন। তার বাবার নাম টিপু সুলতান, বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামে।
সামহোয়্যারইন ব্লগে ‘বোকা মানব’ নামে একটি অ্যাকাউন্ট থাকলেও তিনি মূলত লেখালেখি করতেন ফেইসবুকের কয়েকটি অ্যাকাউন্টের মাধ্যমে।
প্রতিক্ষণ/এডি/রোজি