ব্লগার নিলয়ের ময়নাতদন্ত সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
তরুণ ব্লগার ও গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী নীলাদ্রী চট্টোপাধ্যায় নিলয়ের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শনিবার সকালে নিলয়ের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তে গলায় আঘাতের কারণেই নিলয়ের মৃত্যু হয় বলে জানা গেছে।
এ ছাড়া তার শরীরে আটটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। যার মধ্যে চারটি চিহ্নই রয়েছে গলায়। মরদেহের ময়না তদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. হাবিবুজ্জামান চৌধুরী এ কথা জানিয়েছেন।
আগের ব্লাগারদের হত্যার ধরনের সঙ্গে এই হত্যার মিল রয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সবই একই সূত্রে গাঁথা। এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে করা হচ্ছে।
এদিকে, শুক্রবার রাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের ফরেনসিক দল এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গ সূত্র জানায়, ব্লগার নিলয়ের মাথা, গলা, ঘাড়, হাত ও মুখমণ্ডলে অন্তত ২২টি জখম রয়েছে। আঘাতে নিলয়ে মুখমণ্ডল থেঁতলে গেছে। কেটেছে গলার রগ। তার শরীরের নিম্নভাগে কোনো আঘাতের চিহ্ন নেই।
উল্লেখ্য, রাজধানী খিলগাঁওয়ের গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলায় শুক্রবার দুপুর ১টার দিকে বাসাভাড়া নেওয়ার কথা বলে চার যুবক তাদের বাসায় প্রবেশ করেন। এ সময় তারা স্ত্রী আশা মনিকে অস্ত্রের মুখে জিম্মি করে নিলয়কে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ওই দিন রাত সাড়ে ১১টার দিকে তার স্ত্রী অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রতিক্ষণ/এডি/তাফসির