অভিজিৎ হত্যার তিন আসামী রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
ব্লগার অভিজিৎ হত্যার তিন আসামীর সাত দিনের রিমান্ড মঞ্জুর।
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ব্লগার হত্যাকাণ্ডের ঘটনায় মূল পরিকল্পনা কারী সহ ৩ জনকে আটক করে র্যাব। এর মাধ্যমে ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উদঘটিত হতে যাচ্ছে বলে দাবি করেন মেজর মাকসুদুল আলম।
এ বছরের ফেব্রুয়ারি মাসে ঢাকায় অভিজিৎ রায় এবং মে মাসে সিলেটে অনন্ত বিজয় দাশ নামে দুজন ব্লগার নিহত হন। এই হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃতরাই মূল পরিকল্পনাকারী বলে জানিয়েছেন র্যাবের উপ-পরিচালক মেজর মাকসুদুল আলম।
তারা আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বলে জানান র্যাবের এই কর্মকর্তা। গতকাল রাতে রাজধানীর নীলক্ষেত এবং ধানমন্ডী এলাকা থেকে তাদের আটক করা হয়েছে ।
র্যাবের এই কর্মকর্তা তৌহিদুর রহমান নামে একজন প্রবাসী বাংলাদেশীর নাম উল্লেখ করে বলেন, তিনিই এ ধরনের সবগুলো হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। তৌহিদুর রহমান যুক্তরাজ্যের নাগরিক এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে তার দক্ষতা রয়েছে বলেও জানান তিনি।
আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন। এছাড়া সাদেক আলী এবং আমিনুল মল্লিক নামে অপর দুজন ব্যক্তির নাম উল্লেখ করা হয়। তার ভাষায়, ব্লগার অভিজিৎ এবং অনন্ত বিজয় হত্যাকাণ্ডের কিলিং মিশনে ছিলেন সাদেক আলী সহ আরও ৫/৭ জন।
বাংলাদেশে এ বছর এখন পর্যন্ত ৫ জন ব্লগারের হত্যার ঘটনা ঘটেছে। এ মাসের শুরুর দিকে ঢাকার গোরানে নিজের বাসায় নীলয় নীল নামে আরও একজন ব্লগার নিহত হন।
প্রতিক্ষণ/এড/তাফসির