ব্লগার হত্যার দায় স্বীকার

প্রকাশঃ মে ১২, ২০১৫ সময়ঃ ৫:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

ansar2সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠক ব্লগার অনন্ত বিজয় দাস হত্যার দায় স্বীকার করেছে আনসারুল্লাহ বাংলাটিম।

একাধিক টুইট বার্তায় আনসার বাংলা-৮ নামের এক আইডি থেকে এই হামলার দায় স্বীকার করা হয়।

এক টুইট বার্তায় তারা লিখেছে, ‘আলহামদুলিল্লাহ! আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে,  আল-কায়েদা উপমহাদেশ (AQIS) এর ভাইরা আরও এক ইসলাম বিদ্বেষী নাস্তিক ব্লগারকে জাহান্নামে পাঠিয়েছেন!

সে নাস্তিকদের আখড়া মুক্তমনার এডমিন এবং নিয়মিত বিভিন্ন নামে আল্লাহ ও তার রাসুল (সাঃ) এবং ইসলাম নিয়ে ব্যাঙ্গ-বিদ্রূপ করত।’

Ansarএর আগে মঙ্গলবার সকালে সিলেটের সুবিদবাজারে নিজ বাসা থেকে কর্মস্থল সুনামগঞ্জের উদ্দেশে বের হন, অনন্ত।

এসময় হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এলোপাথারি কোপে গুরুতর আহত হন তিনি।

দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলেও বাঁচানো যায়নি তাকে। এরআগে বেশ কয়েকবার অনন্ত বিজয় দাসকে হুমকি দেয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন তার সহকর্মীরা।

প্রতিক্ষণ/এডি/আরিফ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G