ব্লগে যৌনতার প্রশ্নে হঠাৎ ইউটার্ন গুগলের

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ২:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৬ অপরাহ্ণ

তথ্য প্রযুক্তি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

1415259702-1নিজস্ব ব্লগ-প্রকাশনা সেবা ‘ব্লগার’ ব্যবহার করে পরিচালিত ব্লগগুলোতে ‘যৌন স্পর্শকাতর ও প্রাপ্তবয়স্কদের উপযোগী’ কন্টেন্ট থাকলে ওই ব্লগ ২৩ মার্চ থেকে ‘পাবলিক’ করে দেওয়ার সিদ্ধান্ত থেকে হঠাৎ পিছু হটেছে গুগল। ‘অসংখ্য ফিডব্যাকের’ পর ব্লগার বর্তমান নিয়ম অনুযায়ী পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা অসংখ্য ফিডব্যাক পেয়েছি। বিশেষ করে নতুন এই পরিবর্তন এবং যারা এই ধরনের কন্টেন্টের মাধ্যমে নিজেদের পরিচয় তুলে ধরেন তাদের উপর এই পরিবর্তনের নেতিবাচক প্রভাব নিয়ে। তাই নতুন নিয়ম বাস্তবায়নের পরিবর্তে আমরা পুরনো নিয়ম অনুসারেই বাণিজ্যিক পর্ণোগ্রাফিকে প্রতিরোধ করার সিদ্ধান্ত নিয়েছি।

এই ধরনের ব্লগে ঢোকার আগে ব্যবহারকারীদের সতর্কবার্তা দেখানো হবে। তবে কোন ব্লগগুলো ‘অ্যাডাল্ট’, তা নির্বাচনের ক্ষমতা থাকবে গুগলের হাতে। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য জানিয়েছে।

প্রতিক্ষণ/এডি/সাবিহা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G