বড়হাটেও নিহত জঙ্গির লাশ নেবে না পরিবার

প্রকাশঃ এপ্রিল ৪, ২০১৭ সময়ঃ ৩:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২১ অপরাহ্ণ

মাহমুদ এইচ খান, মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজার পৌর শহরের বড়হাটে অভিযান “মাক্সিমাস” এ নিহত জঙ্গি আশরাফুল আলমের মৃতদেহ সনাক্ত করেছে তার পরিবার। কিন্তু ঐ পরিবারও লাশ নিতে অসম্মতি জানিয়েছে। এই ঘটনায় নিহত আরও এক পুরুষ জঙ্গি ও এক নারী জঙ্গির পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আজ সকাল ১১টায় নাজিমের লাশ সনাক্ত করা হয়। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়ন থেকে তাঁর মা মনোয়ারা বেগম, দেউটি ইউপি সদস্য মোতাহার হোসেন ও তাঁর স্ত্রী মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পৌছে লাশ সনাক্ত করেন।

পরে তাদেরকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়ার পর তার মা জঙ্গি সন্তানের লাশ নিতে রাজি হয় নি।

এবিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বলেন, পরিবার লাশ সনাক্ত করলেও তারা নিতে রাজি নয়। এখানে লাশ দাফন করা হবে।

প্রতিক্ষণ/এডি/রন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G