বড়হাটে কী ঘটতে চলেছে; আতঙ্কিত এলাকাবাসী
মাহমুদ এইচ খান, মৌলভীবাজার প্রতিনিধি:
শহরের বড়হাট এলাকায় জঙ্গিরা একটি আবাসিক এলাকাতে অবস্থান করছে। সিটিটিসি প্রধানের তথ্য মতে, আস্তানায় প্রচুর বিস্ফোরক ও ট্রেইন্ড জঙ্গিরা রয়েছেন। একটি আবাসিক এলাকাতে বিস্ফোরণ ঘটলে আশপাশের মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি সাধারণ মানুষের প্রাণনাশও ঘটতে পারে বলে মনে করছেন এলাকাবাসী।
পৌরসভার ছয় নাম্বার ওয়ার্ডের এই এলাকাটিতে ভাড়াটিয়া অপেক্ষা নিজস্ব বাসার মালিক বেশি। যেই বাসাটিতে জঙ্গিরা রয়েছে তার আশপাশের ২০০ গজের ভেতরে অন্তত ১৫টি বাসা রয়েছে। সেখানে শতাধিক মানুষ বাস করেন।
গত দুই দিন থেকে সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। প্রচন্ড গুলাগুলিতে প্রাণ শঙ্কায় ভুগছেন এলাকাবাসি। আজ সকালে তিনটি ভয়ঙ্কর বিস্ফোরনের শব্দে এলাকার মানুষ ভয়ে অস্থির হয়ে উঠেছেন। তাদের প্রশ্ন, কখন ধ্বংস হবে এই জঙ্গিদের আস্তানা। কখন মানুষ আতঙ্ক ছাড়া শান্তিতে ঘুমাতে পারবে। তাদের আশঙ্কা, এখানে সোয়াট ও জঙ্গিরা তুমুল লড়াই করলে আশ পাশের বাসা বাড়ি ক্ষতিগ্রস্ত হবে।
সিটিটিসি প্রধানের তথ্য মতে, এখানে অভিজ্ঞ জঙ্গিরা রয়েছে তাদের কাছে প্রচুর বিস্ফোরকও আছে। এ সকল বিস্ফোরক যদি জঙ্গিরা ব্যবহার করে তাহলে বড়হাট রণক্ষেত্রে পরিণত হবে। জঙ্গি কিংবা আইনশৃঙ্খলা বাহিনী শুধু নয় সাধারণ মানুষও নিহত হতে পারে। এখন পর্যন্ত প্রচুর গুলি চালাচ্ছে সোয়াট।
প্রতিক্ষণ/এডি/শাআ