বড় ধরনের রদবদল একুশে টেলিভিশনে

প্রকাশঃ জানুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ৪:৫২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫২ পূর্বাহ্ণ

image_114130_0নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

ঢাকা: একুশে টেলিভিশনে বেশ বড় ধরনের রদবদল হয়েছে । ১৫ জুন চ্যানেলটির সাথে সংশ্লিষ্ট ড. জাহিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ড. কনক সরোয়ার, চিফ রিপোর্টার মাহাথির ফারুখী খান এবং সহকারী ব্যবস্থাপক (ম্যানেজমেন্ট) জামাইল বশির জেবিকে অব্যাহতি দেয়া হয়েছে। একুশে টিভির ওয়েব সাইটে এই বিষয়ে একটি নোটিশ দেওয়া হয়েছে। একই সাথে বিশেষ প্রতিনিধি অখিল পোদ্দারকে চিফ রিপোর্টারের দায়িত্ব দেয়া হয়েছে।

চ্যানেলটির চেয়ারম্যান আবদুস সালাম একাধিক মামলায় কারাগারে থাকা অবস্থাতেই এই রদবদলের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।

২০০৭ সালে প্রতিষ্ঠানটিতে সিনিয়র রিপোর্টার হিসেবে যোগ দেন অখিল পোদ্দার। তিনি একুশে টেলিভিশনের অপরাধ বিটের প্রধান ছিলেন। একুশে টেলিভিশনে ‘জনদুর্ভোগ’ শিরোনামে অনুসন্ধানী রিপোর্ট করে ব্যাপক সুনামও কুড়িয়েছেন তিনি।

প্রতিক্ষণ/এডি/মাসুদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G