ভাঁজ করে রাখা যাবে টিভি

প্রকাশঃ জানুয়ারি ৫, ২০১৭ সময়ঃ ৫:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

lg-02টেলিভিশন দেখা শেষ হয়ে যাওয়ার পর সেটি ভাঁজ করে রেখে দেয়া যাবে ঘরের এক পাশে। আধুনিক মডেলের এই টেলিভিশনটি তৈরি করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি। পরীক্ষামূলকভাবে তৈরী এই টেলিভিশনটির স্ক্রিনের মাপ ১৮ ইঞ্চি হলেও তা পরবর্তীতে তা ৫৫ ইঞ্চি আকারের তৈরির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। ফোর-কে মানের নমনীয় এই টিভির স্ক্রিন হবে এইচডির চেয়েও চারগুণ বেশি উন্নত। রেজুলেশন হবে ১২০০ বাই ৮১০। ৩ সেন্টিমিটার সিলিন্ডারে এই টিভি ভাঁজ করে রাখা হলেও রেজুলেশনের কোনো হেরফের হবে না।lg-01

এলজি জানিয়েছে, নমনীয় স্ক্রিন তৈরিতে প্লাস্টিকের পরিবর্তে পলিমাইড ফিল্ম ব্যবহার করা হয়েছে। ট্রান্সপারেন্ট পিক্সেল ডিজাইন প্রযুক্তি যুক্ত হয়েছে ফলে অস্পষ্ট বা ঘোলাটে ছবি দেখার ঝামেলা থেকে মুক্তি মিলবে।

প্রযুক্তি-বিশ্লেষকেরা বলছেন, ট্যাবলেট কম্পিউটারের মতো নতুন ধরনের পণ্য তৈরিতে কিংবা পরিধেয় প্রযুক্তিপণ্যেও এ ধরনের নমনীয় স্ক্রিনের ব্যবহার দেখা যাবে। প্রচলিত টিভি স্ক্রিনের চেয়ে নমনীয় টিভি স্ক্রিন হবে টেকসই।  ধারণা করা হচ্ছে, ২০১৭ সাল নাগাদ নমনীয় টিভি বাজারে এলে এর দাম সাধারণের হাতের নাগালে নাও থাকতে পারে।

প্রতিক্ষণ/এডি/এস.টি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G