ভাইবারে কথোপকথন রেকর্ড করতে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ১২:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫১ অপরাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

viber5787অনলাইনে কথা বলার জন্য  বর্তমান সময়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছে ভাইবার। অনেকেই ভাইবারেই সেরে নেন গুরুত্বপূর্ণ কথোপকথন। তবে ভাইবারে কথোপকথন রেকর্ড করার কোন ফিচার নেই। কিন্তু আপনি চাইলেই থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে খুব সহজেই কাজটি করে নিতে পারেন।

ভাইভবার লঅ্যান্ড্রয়েডের জন্য প্লে স্টোরে রয়েছে বেশ কিছু অ্যাপ। তবে এর মধ্যে Real Call Recorder অ্যাপটি বেশ কার্যকরী। ভাইবার ছাড়াও ট্যাঙ্গো, অভো এবং স্কাইপ কথোপকথন রেকর্ড করা সম্ভব এই অ্যাপের মাধ্যমে।

অ্যাপটি ইন্সটল করে কোন অ্যাপের কথোপকথন রেকর্ড করতে চান, সেটি অ্যাপের সেটিংস থেকে নির্বাচিত করে দিতে হবে। পরবর্তীতে কল চলাকালীন সময়ে স্বয়ংক্রিয়ভাবে কল রেকর্ডিং চালু হয়ে যাবে। আর অন্য কেউ চাইলেও এটি শনাক্ত করতে পারবে না।

রেকর্ডেড কনভারসেশন পরবর্তীতে চাইলে অন্য কারও সাথে শেয়ার করা যাবে কিংবা মুছে ফেলাও যাবে। তবে এই অ্যাপটি কিছু কিছু স্মার্টফোনে কাজ করে না।

প্রতিক্ষণ/এডি/জয়

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G