ভাইবার ট্যাঙ্গো হোয়াটসঅ্যাপ সহ ৫ সেবা বন্ধ

প্রকাশঃ জানুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ৫:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪১ অপরাহ্ণ

মাইপোআইট প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
ইন্টারনেটে ফ্রি কল, চ্যাট ও কনটেন্ট আদান-প্রদানের সফটওয়্যার ভাইবার ও ট্যাঙ্গোর পর এবার এ ধরনের আরো তিনটি অ্যাপসের সেবা বন্ধ করে দিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে হোয়াটসঅ্যাপ, মাইপিপল, লাইন।

একইসাথে এসব সুবিধার নিষেধাজ্ঞার মেয়াদও বাড়ানো হয়েছে।

ভাইবার ও ট্যাঙ্গো রোববার রাত ১২টার পর খুলে দেয়া হলেও সোমবার দুপুর থেকে সবগুলো সেবা আগামী ২১ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এব্যাপারে নির্দেশনা জারি করেছে।
এদিকে ভাইবার ট্যাঙ্গো সুবিধা বন্ধ করার পর প্রবাসীসহ সাধারণ জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার অজুহাতে এসব সেবা বন্ধ করা হলেও বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের নিষেধাজ্ঞা কার্যকর ভালো পদক্ষেপ নয়। কারন এ যুগে প্রযুক্তি বন্ধ করে মনিটর করা অসম্ভব।
এ বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান লার্ন এশিয়ার রিসার্চ ফেলো আবু সাঈদ খান বলেন, সরকারি প্রশাসন যন্ত্রে যারা থাকেন তারা প্রযুক্তির বাস্তবতা নিয়ে অজ্ঞ বলেই এ ধরনের হাস্যকর সিদ্ধান্ত নিয়ে থাকেন।
সংশ্লিস্ট সূত্র জানায়, সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের এ সিদ্ধান্তের সমালোচনাও করেছে কূটনীতিকরা।
প্রতিক্ষণ/এডি/মুরাদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G