‘ভাই হত্যায় কারো প্রতি অভিযোগ নেই’

প্রকাশঃ মার্চ ২৯, ২০১৫ সময়ঃ ৪:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

rail ministerভাই হত্যার বিষয়ে  প্রাথমিক ভাবে কারো প্রতি অভিযোগ নেই বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো: মুজিবুল হক।

তিনি বলেন, আমি এই মুহূর্তে কারো প্রতি আক্রোশের বশবর্তী হয়ে কোন অভিযোগ করতে চাই না। বাকিটা আল্লাহ ভরসা।

রাজধানীর ধানমন্ডি লেক থেকে রেলমন্ত্রী মো: মুজিবুল হকের ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম এবিএম আব্দুল লতিফ।

ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে রেলমন্ত্রী মো. মুজিবুল হক তার বাসায় যান।

এসময় মন্ত্রী বলেন, আমার ভাই একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব। তিনি অবসরকালীন জীবন-যাপন করছিলেন। তার কোন শত্রু নেই।

নিহত লতিফ সর্বশেষ শিল্পমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে দায়িত্বপালন করে অবসর গ্রহণ করেন।

পথচারিরা জানায়, ধানমন্ডি ২ নম্বর সড়কের বিজিবি গেটের সামনের লেকে রোববার বেলা পৌনে ১২ টার দিকে এক ব্যক্তির লাশ ভাসতে থাকে। বিষয়টি ধানমন্ডি থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবারের পক্ষ থেকে জানায়, শনিবার রাত ৯ টার দিকে ধানমন্ডির ৫ নং রোডস্থ তার বাড়ি থেকে এবিএম আব্দুল লতিফ লেকপাড়ে হাটতে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রোববার বেলা ১২ টার দিকে ধানমন্ডির লেক থেকে লাশটি উদ্ধারের পর এবিএম আব্দুল লতিফের লাশটি সনাক্ত করা হয়।

নিহত এবিএম আব্দুল লতিফের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে। আট ভাইবোনের মধ্যে আবদুল লতিফ ছিলেন সপ্তম, আর মুজিবুল হক সবার ছোট।

প্রতিক্ষণ/এডি/মানিক

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G