ভাতিজার হাতে চাচা খুন
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের মিস্ত্রি পাড়ায় বকেয়া টাকা দেওয়াকে কেন্দ্র করে চাচা-ভাতিজাদের মধ্যে সংঘর্ষে চাচা আব্দুস সালাম (৪০) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ভাতিজা শহিদুল ইসলাম (৩৮)।
সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। নিহত আব্দুস সালাম উপজেলার আন্দুলবাড়িয়া মিস্ত্রী পাড়া গ্রামের মরহুম আবুল হোসেনের ছেলে।
জীবননগর থানার দায়িত্বরত কর্মকর্তা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) লুৎফুল কবির জানান, সোমবার দিবাগত রাত ৯টার দিকে চাচা আব্দুস সালাম বকেয়া টাকা (১৫২) দেওয়ার জন্য ভাতিজা আব্দুল বারিকের দোকানে যান। এসময় টাকা দেওয়াকে কেন্দ্র করে বারিকের ভাই শহিদুল ইসলামের সঙ্গে আব্দুস সালামের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে শহিদুল, তার চাচাতো ভাই মহিদুল ও আসাদুল একত্রিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে আব্দুস সালাম ও তার ভাই কালামের ওপর হামলা চালালে উভয় দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আব্দুস সালাম ও শহিদুল ইসলাম গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে আব্দুস সালামের মৃত্যু হয়। শহিদুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ব্যাপারে কেউ থানায় মামলা দেয়নি। কাউকে আটক করাও সম্ভব হয়নি।
নিহত আব্দুস সালামের মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে তিনি জানান।
প্রতিক্ষণ/এডি/লিজা