ক্রীড়া প্রতিবেদক
কাল ১লা ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় ক্রিকেট দল। হযরত শাহ জালাল (র.) বিমান বন্দরে কাল সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পা রাখবে অতিথি দল।
সব ঠিক থাকলে ৭ বছর পর ৪ ও ৭ ডিসেম্বর ওডিআই সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচ খেলবে ঢাকার উইকেটে ভারতের ক্রিকেটাররা।
বিসিবির প্রথম দিকে ঘোষিত সূচি অনুযায়ী ৪, ৭ ও ১০ ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবার কথা ছিল ঢাকায়। কিন্তু বিরোধী দলের ১০ ডিসেম্বর সবাবেশ ডাকার কারণে ১০ ডিসেম্বর ম্যাচের তারিখ ঠিক থাকলেও বিসিবি ভেন্যু বদল করতে বাধ্য হয়। তৃতীয় ওডিআই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে।
এরপর সেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই ১৪ ডিসেম্বর সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে। আর ২২ ডিসেম্বর শেরেবাংলায় গড়াবে শেষ টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত, তবে ওয়ানডে সিরিজ সুপার লিগের অংশ নয়।
সূত্র : বিসিবি