ভারতীয় জেলেদের দেখলেই গুলি: শ্রীলঙ্কার হুমকি
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
ভারতীয় জেলেরা সমুদ্রসীমা পেরিয়ে শ্রীলঙ্কার অংশে পৌঁছালে তাদের গুলি করা হবে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
তামিল একটি নিউজ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে শুক্রবার তিনি এ কথা বলেন ।
এমন সময় বিক্রমাসিংহে এ মন্তব্য করলেন যখন উভয় দেশ বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে।
এছাড়া ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সপ্তাহে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন।
থানথি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বিক্রমাসিংহে বলেন, ‘কেউ যদি আমার ঘর ভেঙ্গে প্রবেশ করতে চেষ্টা করে, তাহলে আমি তাকে গুলি করব। যদি সে মারাও যায়। আইন আমাকে এটা করার অনুমোদন দেয়।’
তিনি বলেন, ‘আমি যতদূর সংশ্লিষ্ট আছি আমার অবস্থান অত্যন্ত কড়া। এটা আমাদের জলরাশি.. জাফনার জেলেদের মাছ ধরার অনুমতি দেয়া উচিত। আমরা তাদের মাছ ধরা নিষিদ্ধ করেছি বলে ভারতীয় জেলেরা সুযোগ নিচ্ছে। তারা চুক্তি করতে আগ্রহী… যুক্তিসংগত চুক্তি করাই যায়। কিন্তু সেটা উত্তরের (জাফনার) জেলেদের আয়ের বিনিময়ে নয়.. না।’
জলসীমা লঙ্ঘনকারী জেলেদের গুলি করা মানবাধিকার লঙ্ঘন নয় উল্লেখ করে বিক্রমাসিংহে বলেন, ‘তারা কেন আমাদের জলসীমায় আসবে? তারা কেন আমাদের জলসীমায় মাছ ধরবে? ভারতীয় সীমানায় থাকো। এটা নিয়ে কোনো কথা হবে না।’
কয়েক বছরে শ্রীলংকার নৌবাহিনী প্রায় ৬০০ ভারতীয় জেলেকে গুলি করে হত্যা করেছে বলে যে অভিযোগ রয়েছে সে সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি এ ধরনের ঘটনা ঘটেনি।সর্বশেষ এ ধরনের ঘটনা ঘটেছিল ২০১১ সালে।
উল্লেখ্য, নৌসীমা লংঘন করায় গত মাসেও শ্রীলংকার নৌবাহিনী ৮৬ ভারতীয় জেলেকে গ্রেপ্তার এবং ১০টি মাছ ধরার নৌকা জব্দ করেছে।
কাৎচাথিভু অঞ্চল নিয়ে তিনি বলেন, ‘কাৎচাথিভু শ্রীলঙ্কার অংশ। দিল্লিও এটাকে শ্রীলঙ্কার অংশ বলে মনে করে। আমি জানি এটা তামিলনাড়ুর রাজনীতির অংশ।’
এ সময় তিনি ভারত-শ্রীলঙ্কা ও চীন-শ্রীলঙ্কা ইস্যু নিয়ে কথা বলেন। উভয় দ্বিপাক্ষিক সম্পর্ক শ্রীলঙ্কার কাছে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, পিটিআই
প্রতিক্ষণ /এডি/জবা