ভারতীয় সীমান্তে বাংলাদেশি আটক
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফররত অবস্থায় কুষ্টিয়ায় এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।
শনিবার সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর সীমান্ত থেকে বিপ্লব হোসেন (২৫) নামে ওই বাংলাদেশিকে ধরে নিয়ে যায় বিএসএফ।
এর পরেই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা তাকে ফেরত চেয়ে চিঠি পাঠালেও বিকেল অবধি কোনো জবাব মেলেনি।
জানা যায়, বিপ্লব হোসেন কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের চরপাড়া গ্রামের নমির উদ্দিনের ছেলে।
৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধীন চিলমারী কোম্পানি কমান্ডার সুবেদার রাকিব হোসেন জানান, সকালে ১৫৭-১৩(আর) সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে যাচ্ছিলেন বিপ্লব হোসেন। এসময় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে ধরে ফেলে। এরপর ক্যাম্পে নিয়ে আটকে রাখে।