ভারতের কানপুরে লাইনচ্যুত ট্রেনে নিহত ৬৩

প্রকাশঃ নভেম্বর ২০, ২০১৬ সময়ঃ ১১:২৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৮ অপরাহ্ণ

kamayani-train-accident-lভারতের উত্তর প্রদেশ রাজ্যে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জন। আহত হয়েছেন অন্তত ১০০ জন।

গতকাল শনিবার স্থানীয় সময় দিবাগত রাত ৩টার দিকে রাজ্যের কানপুর শহরের পাশে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটির ১৪টি কোচ লাইনচ্যুত হয়েছে।

ভারতের উত্তরাঞ্চলীয় রেলওয়ের মুখপাত্র বিজয় কুমার জানান, পাটনা-ইন্দোর এক্সপ্রেক্স যাত্রীবাহী ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর চিকিৎসক ও রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। বিজয় কুমার আরো জানান, সবচেয়ে বেশি হতাহত হয়েছে ট্রেনের এস২ কোচে।

স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্মকর্তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। যাত্রীদের ভ্রমণ সহায়তার জন্য ঘটনাস্থলে বাস নেওয়া হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, তিনি রেলমন্ত্রী সুরেশ প্রভুর সঙ্গে কথা বলেছেন। তিনি ঘটনা পর্যবেক্ষণ করছেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব জানান, তিনি আশপাশের কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থলে যেতে বলেছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, জাতীয় দুর্যোগ মোকাবিলা দলকেও ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

রেলমন্ত্রী সুরেশ প্রভু বলেছেন, এ দুর্ঘটনা তদন্তে একটি কমিটি গঠন এবং হতাহতের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G