ভারতের প্রজাতন্ত্র দিবস আজ
ভারতের জাতীয় প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ মাত্র দুই ঘণ্টার। এই দুই ঘণ্টার অনুষ্ঠানটিই ভারতীয় বাহিনীর জন্য এক মহাযজ্ঞ। ১৪৪ সৈন্যবিশিষ্ট ৪২টি বহর রাজপথে প্রতি বছর মহড়ায় অংশ নিয়ে থাকে। প্রতিটি সারি ও কলামে থাকেন ১২ জন সেনা। এবার নারী সেনাদের নিয়ে অতিরিক্ত তিনটি বহর থাকছে আজকের মূল অনুষ্ঠানে। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর নারী কর্মকর্তাদের নিয়ে এই তিনটি বহর গঠন করা হয়েছে। প্যারেড অনুষ্ঠানটি নিখুঁত করতে অনুশীলন শুরু হয়েছিল ছয় মাস আগে থেকে।
৬ হাজার মার্চার, ৫ হাজার আর্টিস্ট, ১২০০ শিক্ষার্থী এই জমকালো অনুষ্ঠান সফল করতে ছয় মাস ধরে ১ লাখ ১১ হাজার আসনে ১ লাখ ৪০ হাজার বাল্ব লাগানোর ব্যবস্থা করেছেন। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তার প্রথম প্রজাতন্ত্র দিবস পালন। যার প্রধান অতিথি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সরকারের ৩৩টি ডিপার্টমেন্টের ৩২০০ কর্মকর্তা এই অনুষ্ঠান পূর্ণাঙ্গ, নিরাপদ ত্রুটিমুক্ত করতে নিরলস পরিশ্রম করেছেন। ভারত সরকারের বিভিন্ন প্রকল্পের বৈশিষ্ট্য তুলে ধরতে প্রদর্শনীর আয়োজনে কাজ করেছেন দেশের ৫ হাজার আর্টিস্ট। নারীর ক্ষমতায়ন, পরিবেশ, মেক ইন ইন্ডিয়া, সাম্প্রদায়িক সংহতি, স্বচ্ছ ভারত ইত্যাদি বিষয়কে তারা চিত্রকর্মে তুলে এনেছেন। এ বছর ১৬টি রাজ্য ও ৯ জন মন্ত্রী তাদের সফলতা তুলে ধরতে এসব চিত্রকর্ম প্রদর্শন করবেন। এদিকে অনুষ্ঠানস্থলকে আলোকোজ্জ্বল করতে ১ লাখ ৪ হাজার বাল্ব স্থাপন করা হয়েছে। নির্ভেজাল সাউন্ড সিস্টেমের জন্য ৩৮ কিলোমিটার দীর্ঘ ক্যাবল লাগানো হয়েছে।
প্রতিক্ষণ/ এডি/কামাল