ভারতের ভূত বিশেষজ্ঞের ভৌতিক মৃত্যু
প্রতিক্ষণ ডেস্কঃ
ভূত বিশেষজ্ঞ গৌরব তিওয়ারি। ইন্ডিয়ান প্যারানরমাল সোসাইটির সিইও। অনেকদিন যাবৎ ভৌতিক-আধিভৌতিক সব সমস্যার সমাধান করে এসেছেন তিনি। কিন্তু এবার তাঁর নিজের মৃত্যুই হলো ভৌতিকভাবে। দ্বারকাতে নিজের ফ্ল্যাটের বাথরুমে খুবই আশ্চর্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে৷পুলিশের অনুমান অত্মহত্যা হলেও, কোনও প্রমাণ পায়নি তারা৷ এমনকি তাঁর পরিবারও বিশ্বাস করতে পারছে না যে গৌরব আত্মহত্যা করতে পারে৷
ইন্ডিয়ান প্যারানরমাল সোসাইটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ি জানা গিয়েছে, ছ’হাজারেরও বেশি ভৌতিক জায়গায় গিয়েছেন গৌরব৷তাদের মধ্যে পৃথবীতে ইউএফও নামা অথবা অদ্ভুত প্রাণীর দেখতে পাওয়ার মতো ঘটনাও রয়েছে৷ গৌরবের বাবা উদয় তিওয়ারি জানিয়েছেন, একমাস আগে বিয়ে করা গৌরব তাঁর স্ত্রীকে বলেছিলেন যে একটি নেগেটিভ শক্তি তাঁকে আকর্ষণ করছে৷ সে নিজেকে সংযত রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না৷ তিনি আরও জানান যে, তাঁর স্ত্রী এই মন্তব্যে তেমন গ্রাহ্য করেননি৷ তিনি ভেবেছিলেন যে অতিরিক্ত কাজের চাপে হয়ত এমন হচ্ছে গৌরবের৷ জানা গেছে, ইতোমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ১৭৪ নং ধারায় রহস্যজনক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে৷
গৌরব তিওয়ারির এক বন্ধু জানিয়েছেন, তিনি ছিলেন ভারতের অনুমোদন প্রাপ্ত প্যারানরমাল ইনভেস্টিগেটর৷ এমনকি বেশ কিছু টিভি রিয়্যালিটি শোতেও অংশগ্রহণ করেছিলেন তিনি৷ যেমন হন্টেড উইকএন্ড উইথ সানি লিওনি, এমটিভি গার্লস নাইট আউট৷ করেছিলেন দুটি সিনেমাও। ১৬ ডিসেম্বর ও ট্যাঙ্গোচার্লি৷ তাঁর সহকর্মীদের মতে, গৌরবের মৃত্যু শুধুমাত্র তাঁর পরিবারকেই আশ্চর্য করেনি, পাশাপাশি চমকে দিয়েছেন প্যারানরমাল সোসাইটিকেও৷
প্রতিক্ষণ/এডি/সাদিয়া