ভারতে আল জাজিরা নিষিদ্ধ

প্রকাশঃ এপ্রিল ২৩, ২০১৫ সময়ঃ ১:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

al_jazeera_blue-300x160ভারতের ভুল মানচিত্র দেখানোয়, শাস্তিস্বরূপ আন্তর্জাতিক নিউজ চ্যানেল আল জাজিরার সম্প্রচার দেশটিতে সাময়িক বন্ধ করা হয়েছে।
পাঁচ দিন আল জাজিরার কোনো খবরই ভারতে দেখা যাবে না।

বুধবার থেকেই চ্যানেলের সম্প্রচার পুরোপুরি বন্ধ রয়েছে।

ফাঁকা স্ক্রিনে একটি মেসেজই বারবার দেখানো হচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশে ২২ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত এই নিউজ চ্যানেলটি ভারতে দেখা যাবে না।

ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের থেকে জানানো হয়, আন্তর্জাতিক এই নিউজ চ্যানেলটি বারবার ভারতের ভুল মানচিত্র দেখিয়েছে।

পরে তা জানানো হয় সার্ভেয়র জেনারেল অফ ইন্ডিয়া কে। পরে এসজিআই ভালো করে খুঁটিয়ে দেখে জানায়, ভারতের মানচিত্র থেকে জম্মু ও কাশ্মিরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এমনকী কিছু মানচিত্রে লাক্ষাদ্বীপ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকেও বাদ দিয়ে দেওয়া হয়, যা ভারতের জাতীয় মানচিত্র নীতির বিরোধী।

শোকজের জবাবে আল জাজিরা জানায়, তারা আন্তর্জাতিক ক্ষেত্রে পরিচিত একটি সফটওয়্যার Global News Providers থেকে মানচিত্রটি নিয়েছে। ভবিষ্যতে যাতে একই ভুল না হয়, তার জন্য জাতিসংঘের স্বীকৃত মানচিত্রই তারা নেবে। যদিও, এই জবাবে সন্তুষ্ট হতে পারেনি ভারত। সে কারণেই এই শাস্তি।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G