ভারতে ফের চলন্ত বাসে ধর্ষণ
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের বাসাকা জেলার গোরেস্বরে রোববার চলন্ত বাসে ফের এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। মঙ্গলবার বাসের চালক ও তার সহকারির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। ভারতীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।
অল আদিবাসী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব অাসামের (এএএসএএ) সাবেক সভাপতি রাফালে কুজুর বলেন, রোববার দুপুর দুইটার দিকে গোরেস্বরে আসার জন্য তেজপুর থেকে বাসে ওঠেন ওই তরুণী। কিন্তু চালক গোরেস্বরে বাসটি না থামিয়ে অত্রিঘাটের কাছে নিয়ে যায়। তার আগেই তরুণীকে ধর্ষণ করা হয়। পরে বাস থেকে পালিয়ে নিকটবর্তী একটি আদিবাসী গ্রামে আশ্রয় নেয় ধর্ষণের শিকার ওই তরুণী।
সোনিতপুর জেলার দইমারি গ্রামে ওই তরুণীর বাড়ি। গুয়াহাটিতে গৃহপরিচারিকার কাজ করতেন।
বাসাকা জেলা পুলিশ জানায়, জেলার গোরেস্বরে রোববার এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার ওই তরুণী বাসের চালক ও তার সহকারির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ কর্মকর্তা এস এন সিংহ বলেন, অভিযুক্ত বাস চালক ও তার সহকারি পলাতক রয়েছে। তাদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। অভিযুক্তদের শিগগিরই গ্রেফতার করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয় মেডিকেল ছাত্রী নির্ভয়া। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানে নির্ভয়া।
প্রতিক্ষন/এডি/এনজে