ভারতে বিনামূল্যে ফেসবুক সেবা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক
বিনামূল্যে ফেসবুক ব্যবহারের সেবা বন্ধ করে দিয়েছে ভারত। এতদিন ‘ফ্রি বেসিকস’ নামে একটি ইন্টারনেট সেবার মাধ্যমে ফেসবুকসহ আরো কিছু ওয়েবসাইট বিনা খরচে ব্যবহার করতে পারতেন ব্যবহারকারীরা।
ভারতের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে বন্ধ করে দেয়া হয়েছে এ সেবা। সেবাটির আওতায় স্থানীয় সংবাদ, আবহাওয়া পূর্বাভাস, বিবিসি, উইকিপিডিয়াসহ কিছু স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইটে বিনামূল্যে প্রবেশ করা যেত।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে ইন্টারনেটের সব ডেটাই একই মূল্যে ব্যবহার করতে হবে।
গত বছরের নভেম্বরে এই সেবা চালুর পর ভারতে এর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন অনেক প্রযুক্তিবোদ্ধাই। এরপরও সারা ভারতে ৩৬ কোটির বেশি মানুষ ‘ফ্রি বেসিকস’ সেবা ব্যবহার করতেন। শহরে এই সেবাপ্রাপ্তি ও নির্দিষ্ট কিছু ওয়েবসাইট ব্যবহারে এতে ইন্টারনেট ‘নিরপেক্ষতার’ লঙ্ঘন হচ্ছিল বলেও দাবি করেছিলেন তারা। বিষয়টি নিষ্পত্তির জন্য চলতি বছরের জানুয়ারি মাসের শুরুতে দেশটির উচ্চ আদালতে একটি রিট আবেদনও করা হয়েছিল।
প্রতিক্ষণ/এডি/এফটি