ভারতে মদপানে ৫৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
ভারতের মুম্বাইয়ের ওয়েস্টার্ন সিটিতে বিষাক্ত মদপানে ৫৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ জানায়, মালাদ এলাকার একটি বস্তির বাসিন্দারা বুধবার মদ খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।
পেটে ব্যথা ও বমি নিয়ে তারা হাসপাতালে ভর্তি হয়। পরে এই কয়দিনে মৃতের সংখ্যা দাঁড়ায় ৫৩ জনে। বাকিদের এখনো হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
বিষাক্ত মদপানে মৃত্যুর ঘটনা ভারতে অহরহই ঘটে। কেননা সেখানে মানুষ প্রায়ই কম দামি ক্ষতিকর মদ পান করে। এবারের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
সেখানকার বাসিন্দা টায়রা খান বলেন, ক্রমাগত বমি ও পেটে ব্যথার সমস্যা থাকায় তার স্বামীকে বৃহস্পতিবার সকালে হাসপাতালে ভর্তি করান তিনি। ভর্তির তিন ঘণ্টা পর সে মারা যায়।
এর আগে জানুয়ারিতে উত্তর প্রদেশে বিষাক্ত মদ পানে মারা যায় ২৯ জন। ২০১১ সালে পশ্চিম বাংলায় মারা যায় ১৭০ জন। ২০০৯ সালে উত্তর প্রদেশের ৩০ মানুষেরও মৃত্যু হয় একই কারণে। এবং ২০০৯ সালে গুজরাটে এমন ঘটনার স্বীকার হয়েছিলো ১০০ এরও বেশি মানুষ।
প্রতিক্ষণ/এডি/জহির