ভারতে যেতে চায় পাঁচ পরিবার

প্রকাশঃ জুলাই ১০, ২০১৫ সময়ঃ ৯:২২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১২ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

Untitled

বাংলাদেশ ও ভারতের যৌথ জরিপ দলের গণনার চতুর্থ দিন শেষে কুড়িগ্রাম জেলার ১২টি ছিটমহলে ভারতে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন পাঁচ পরিবারের ৪৪ জন।

গণনার ৪র্থ দিন শেষে  বৃহস্পতিবার এ নিয়ে ৪ দিনে ৭ পরিবারে ৫১ জন সদস্য ভারতীয় নাগরিক হতে আগ্রহ প্রকাশ করেছে।

এদিকে, জনগণনার ৪র্থ দিনে ১ হাজার ১৫৮ জন সদস্যের ফরম পূরণ করা হয়। এরমধ্যে ফুলবাড়ী উপজেলায় ৯৭২ জন এবং ভুরুঙ্গামারীতে ১৮৬ জন। এ পর্যন্ত চারদিনে মোট জনগণনা সম্পন্ন করা হল ৪ হাজার ৫০১ জন।

ভারতীয় নাগরিক হতে ইচ্ছুক ৫টি পরিবারের প্রধানরা হলেন- কালিরহাট পূর্বপাড়ার মিজানুর রহমান (৩৬), সরোয়ার আলম (২৮) ও নজরুল ইসলাম (৪৬) এবং বোর্ডের হাট এলাকার আব্দুল আজিজ (৮৪) ও খলিলুর রহমানের (৬৪) পরিবার।

চতুর্থ দিন বিকেল সোয়া ৫টায় বাংলাদেশ ও ভারতের ১৪ সদস্যের উচ্চ পদস্থ কর্মকর্তারা যৌথভাবে ফুলবাড়ীরর দাসিয়ার ছড়া ছিটমহল পরিদর্শন করেন। ভারতের ৯ সদস্যের দলে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথান। বাংলাদেশের ৫ সদস্যের দলে নেতৃত্ব দেন অতিরিক্ত সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G