ভারত আমাদেরকে হারাতে পারবে না!

প্রথম প্রকাশঃ আগস্ট ২৮, ২০১৫ সময়ঃ ১১:৩৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashedulসাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের যুবরা ট্রাইব্রেকারে ভারতের বিপক্ষে হেরে যাওয়ায় সবাই রক্ষনাত্বক কৌশলকে দোষারোপ করছেন কিন্তু পুরো খেলাটিকে অন্য চোখে দেখেছেন ‘দৈনিক সমকাল’ এর ক্রিড়া প্রতিবেদক রাশেদুল ইসলাম। গতকালের ম্যাচ নিয়ে এবং বাংলাদেশের এই দলটির প্রতি তার অত্মবিশ্বাস নিয়ে তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন যা প্রতিক্ষণের পাঠকদের জন্য হুবুহু তুলে দেয়া হল।

আপনার কাছে ফর্মেশন বড় না ম্যাচ শেষের ফলাফল ? নিশ্চয় ফল ।
.
ট্রাইব্রেকারে ভারতের বিপক্ষে হেরে যাওয়ায় সবাই রক্ষনাত্বক কৈাশলকে দোষারোপ করছেন । যুক্তি ও অনেক । তবে ঘুড়ে ফিরে প্রশ্ন্য একটাই , কেন আজ ৫-৩-২ ফর্মেশনে খেলান হল দলকে ?
.
যারা এই দলটি সম্পর্কে জানে , তারা সবাই এই দলের ডিফেন্স লাইন নিয়ে সন্দিহান ছিলেন । ডিফেন্স লাইনের যে অবস্থা । তাতে ভারতের বিপক্ষে আজ ৩ স্টপার খেলানটা ছিল ফরজ । এতে দোষের কিছু নেই ।
.
একটি দল আন্তজার্তিক আসরের আগে একটি দিন ও পুরো সদস্য নিয়ে একসাথে অনুশীলন করতে পারে নি । সে দল ভারতের বিপক্ষে ভাগ্যের খেলায় হেরে টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে । এটাই স্বাভিক ….
.
আজকের হেরে যাওয়া দলটিকে এক সাথে দুই সপ্তাহ অনুশীলন করার সুযোগ দিন । আমার বিশ্বাস , ভারত আমাদেরকে হারাতে পারবে না ।
প্রতিক্ষন/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G