ভারত-পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনা
আন্তর্জাতিক ডেস্ক
জম্মু ও কাশ্মীরে ভারত-পাকিস্তান সীমান্তের পার্গওয়াল ও কানাচক সেক্টরে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মঙ্গলবার (০৪ আগস্ট) স্থানীয় সময় সকালে এ গোলাগুলি শুরু হয় বলে জানা যায়।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, দুই দেশের মধ্যে আন্তর্জাতিক সীমান্তে ওই দুই সেক্টরে সামনের দিকে থাকা ১২টি চৌকি লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে পাকিস্তানি সেনারা। পরবর্তীতে ভারতীয় সীমান্তরক্ষীরাও পাল্টা জবাব দিতে শুরু করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত গোলাগুলি চলছিল। এতে উভয় দেশের সেনারা হালকা অস্ত্র ও মর্টার ব্যবহার করছে বলে খবর পাওয়া গেছে। এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় দুইবার গোলাগুলির ঘটনা ঘটলো ভারত-পাকিস্তান সীমান্তে। এর আগে গত রোববার (০২ আগস্ট) দিনগত রাতে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা ধরে বিভিন্ন সেক্টরে দুই দেশের বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়।
প্রতিক্ষণ/এডি/তাফসির