ভারত মহাসাগরে ৭.১ মাত্রার ভূমিকম্প

প্রকাশঃ ডিসেম্বর ৫, ২০১৫ সময়ঃ ১২:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Indian_Ocean

ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলে শক্তিশালী এক ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১।

শুক্রবার আন্তর্জাতিক সময় রাত ১০টা ২৪ মিনিটে (বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে ৪টা) ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছেন মার্কিন আবহাওয়াবিদরা।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের দক্ষিণ-পূর্ব প্রান্তে। স্থানীয় সময় সকাল ৬টা ২৪ মিনিটে (গ্রিনিচ মান সময় ২২টা ২৪) অস্ট্রেলিয়ার পার্থ নগরী থেকে প্রায় তিন হাজার ১০০ কিলোমিটার (এক হাজার ৯৫০ মাইল) দক্ষিণ-পশ্চিমে এবং হার্ড আইল্যান্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জের এক হাজার কিলোমিটার দূরে এই ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং বড় ধরনের সুনামির আশঙ্কাও করা হয়নি।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G