ভালবাসার উপহার

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৭ সময়ঃ ১১:১৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০০ অপরাহ্ণ

2

এই জুতাগুলোর নাম দেয়া হয়েছে ‘চকচকে ভদ্রলোক’। কিন্তু এগুলো পরে বাইরে যাবার কথা ঘুণাক্ষরেও কল্পনা করবেন না। হুবহু চামড়ার জুতার মতো দেখালেও এগুলো আসলে তৈরি করা হয়েছে চকলেট দিয়ে। জাপানী নাম ‘শিনশি ন কাগায়াকি’, ইংরেজিতে বলা হচ্ছে ‘শাইনিং জেন্টালম্যান’। ভালবাসা দিবস উপলক্ষে জাপানের ওসাকার একটি হোটেলে এ রকম তিন জোড়া জুতা প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা হয়েছে।

ভালবাসা দিবসে জাপানী মেয়েরা সাধারনত পছন্দের পুরুষকে চকলেট উপহার দিয়ে থাকে। এবার এরকম নয় জোড়া চকলেটের জুতা তৈরি করা হয়েছিল। সবগুলোই আগাম বিক্রি হয়ে গেছে। প্রতি জোড়া ‘চকচকে ভদ্রলোক’ কিনতে জাপানী মেয়েদের গুনতে হয়েছে ২৯,১৬০ ইয়েন করে, বাংলাদেশী তাকায় যা ২১,০০০ টাকার মতো। জুতাগুলোর ফিতা, সুকতলা, সুতা সবকিছুই চকলেট দিয়ে তৈরি।

 

প্রতিক্ষণ/এডি/নাজমুল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G