ভালুকে-মানুষে এক ঘাটে গোসল (ভিডিওসহ)

প্রকাশঃ আগস্ট ৯, ২০১৬ সময়ঃ ১:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

bear

বাঘে-মহিষে এক ঘাটে জল খাওয়ার কথা শোনা গেলেও তা নিতান্তই কথার কথা। তাই বলে একই সৈকতে ভালুকের সঙ্গে গোসল করার কথা ভাবা যায়?

এমন রোমহর্ষক ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় সিয়েরা নেভাদা এলাকার দক্ষিণ তাহোই হ্রদে।

ঐ হ্রদের পোপ বিচে সম্প্রতি ভালুক পরিবারকে স্নান করতে দেখা যায়। এর পাশেই নৌকা চালাতে ও গোসল করতে দেখা যায় পর্যটকদের। এ-সংক্রান্ত একটি ভিডিওচিত্র ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

ঐ ভিডিওচিত্রে দেখা যায়, মা ভালুক তার শাবক দুটিকে গোসল করিয়ে দিচ্ছেন। শাবক দুটিও মনের আনন্দে জলে গা ভেজাচ্ছে। গোসল শেষে মা ভালুক তার শাবক দুটিকে নিয়ে সৈকতের দিকে ফিরে যায়।

ভালুকের গোসলের এ দৃশ্য আশাপাশের পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে বলে মনে হয় না। তারা মনের সুখে নৌকা চালনা ও গোসলে ব্যস্ত ছিলেন। পলস বাকলে নামের এক পর্যটক ঐ ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেন। সূত্র : ফক্স ফাইভ।

https://www.youtube.com/watch?v=G2f-IUOdDfg&feature=youtu.be

প্রতিক্ষণ/এডি/একে

=====

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G