নিজস্ব প্রতিবেদক
আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে দীর্ঘদিন পর আবারও নাটকের অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেন জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি। নাটকের নাম ‘ভালোবাসার তিনবেলা’। টিপু আলমের গল্প-ভাবনায় নাটকটি রচনা করেছেন মাসুম শাহরিয়ার। নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী।
এ নাটকে অভিনয় প্রসঙ্গে আফসানা মিমি বলেন, ‘চয়নিকা দিদি মানেই রোমান্টিক নাটক। এ নাটকটিও তার ব্যতিক্রম নয়। আশা করি সবার ভালো লাগবে।’
২৩ জানুয়ারি থেকে উত্তরা ও আশুলিয়ার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে।’
নাটক বিষয়ে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘ভালবাসার তিনবেলা নাটকটিতে আমি তিন প্রজন্মের গল্প বলার চেষ্টা করেছি। টিপু আলমের ভাবনায় নাটকটি লিখেছেন মাসুম শাহরিয়ার। আফসানা মিমি ছাড়াও এতে আবুল হায়াত, শর্মিলি আহমেদ, শহিদুজ্জামান সেলিম, তমালিকা কর্মকারসহ তরুণ প্রজন্মের অনেকেই অভিনয় করেছেন।
সবাই আমাকে বিশ্বাস করে এখানে অভিনয় করেছেন। এজন্য আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই। সবাই নাটকটিতে খুব সুন্দরভাবে অভিনয় করেছেন।’ আগামী ১৪ ফেব্রুয়ারি বৈশাখী টেলিভিশনে নাটকটি প্রচার হবে।
প্রতিক্ষণ/এডি/এস.আর.এস