ভালো ফলন না পেয়ে হতাশ কৃষকরা
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে প্রাকৃতিক দূর্যোগ ও বৈরী আবহাওয়ার কারণে ইরি-বোরো ধানের বাম্পার ফলনে বিপর্যয় দেখা দেয়। অসময়ে শিলা বৃষ্টি, ভারী বর্ষণ, নেক ব্লাষ্ট আক্রান্তে শিষ মরা রোগ, পাহাড়ী ঢলসহ নানা দূর্যোগে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। এর ফলে ফলন ভালো না হওয়ায় হতাশ হয়ে পড়েছে কৃষকরা।
কৃষক ইন্তাজ আলী ও আবু-তাহের বলেন, বৈরী আবহাওয়ার কারণে ধানের ফলন ভালো হয়নি। ধান চাষে যে পরিমাণ খরচ হয়েছে, ধান বিক্রি করে তা উঠবেনা। রোপা আমন ধান চাষে সরকারী ভতুর্কি পেলে কিছুটা হলেও উপকার হতো।
কৃষক সিরাজুল আজাহার বলেন, ১ বিঘা জমিতে এবারে বোরো ধান চাষ করতে ১০-১২ হাজার টাকা খরচ হয়েছে। বর্তমানে বাজারে ৫০০-৬০০ টাকা দামে ধান বিক্রি চলছে। শ্রমিক সংকট ও শ্রমিকের মজুরী বৃদ্ধিতে ধান চাষে বিঘা প্রতি ২ হাজর থেকে ৩ হাজার টাকা লোকসান গুণতে হচ্ছে।
রৌমারী কৃষি-সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, এ বছর রৌমারীতে সাড়ে ৯ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো চাষ করা হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
প্রতিক্ষণ/এডি/সাই