ভাষার প্রতিবন্ধকতা দূর করবে পাইলট ডিভাইস

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৭ সময়ঃ ১১:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১০ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

device 01ভাষার প্রতিবন্ধকতা দূর করতে প্রযুক্তিবিদরা উদ্ভাবন করেছে চমকপ্রদ এক ডিভাইস। পাইলট নামের এই ডিভাইসটি ইংরেজি, ফ্রেঞ্চ, ইটালি এবং স্প্যানিশ ভাষার ক্ষেত্রে ট্রান্সলেট করে শোনাতে সক্ষম।

ধরুন, আপনার ভাষা ইংরেজি কিংবা আপনি ইংরেজিতে কথা বলেন কিন্তু আপনার পরিচিত মানুষটি ফ্রেঞ্চ, ইটালি কিংবা স্প্যানিশ। সেক্ষেত্রে পাইলট ডিভাইসটি কানে লাগানো থাকলে, কথা বলার সময় দুজনেই নিজেদের ভাষায় তা শুনতে পারবেন।

তবে ভাষা বুঝতে দুজনকেই ব্যবহার করতে হবে এই ডিভাইসটি। এক্ষেত্রে, স্মার্টফোনের অ্যাপের সাহায্যে ভাষা নির্ধারণ করতে হবে।

মূলত, পাইলট নামক অভিনব এই কানে পড়ার গ্যাজেটটি তৈরি করেছে নিউইয়র্কের প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়েভারলি ল্যাবস। খুব শীঘ্রই হিন্দি, আরবি, স্লাভিক, আফ্রিকানসহ আরো কয়েকটি ভাষা এতে যুক্ত করা হবে।

বর্তমানে ইনডিগোগো প্রকল্পের মাধ্যমে ডিভাইসটির ফান্ড সংগ্রহ করা হচ্ছে। ইতিমধ্যে এর প্রি-অর্ডার শুরু হয়েছে। ১২৯ ডলার মূল্যে সংগ্রহ করা যাবে এই ডিভাইসটি।

প্রতিক্ষণ/এডি/এস.টি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G