ভিডিওবার্তায় আত্মহত্যা না করার অনুরোধ পলাশের

প্রথম প্রকাশঃ মে ২, ২০২১ সময়ঃ ১:৪৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৪ পূর্বাহ্ণ

কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে তুমুল আলোচনায় এসেছেন জিয়াউল হক পলাশ। আত্মহত্যা প্রতিরোধে একটি ভিডিওবার্তা দিয়েছেন তিনি। আত্মহত্যার পথ বেছে না নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তিনি।

অ্যাথেনা টাইমস নামে একটি পেজে শেয়ার হওয়া ভিডিওতে পলাশ বলেন, ‘হ্যালো সবাইকে। না, আজ আপনাদেরকে বিনোদিত করার জন্য আসিনি। আজ এসেছি আপনাদেরকে একটা ব্যাপারে সচেতন করার জন্য। যে ব্যাপারটি হয়তবা অনেকের কাছে খুব বেশি জরুরি, আবার অনেকের কাছে খুব বেশি জরুরি না। যাদের কাছে জরুরি না, আমার এই মেজেসটি তাদের জন্য।’

তিনি আরও বলেন, ‘আত্মহত্যা। আত্মহত্যা কখনোই মানুষের জীবনে সমাধান হতে পারে না। আপনি এত সুন্দর একটা পৃথিবীতে জন্মেছেন। এত সুন্দর করে আপনার বাবা-মা আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, কিন্তু দিনশেষে কোনো কারণ ছাড়া আপনি আত্মহত্যা করতেছেন। এটা কি সলিউশন? কেনো করছেন? ডিপ্রেশনের কারণে? কষ্ট পাওয়ার কারণে, কাউকে না পাওয়ার কারণে? তো এগুলোর তো সলিউশন আছে।’

ভিডিও বার্তার শেষে অনুরোধ করে পলাশ বলেন, ‘ভাই এবং আপুরা আপনাদের কাছে হাতজোড় করে অনুরোধ করছি, পৃথিবীতে অনেক ধরনের প্রবলেম থাকতে পারে। প্রত্যেকটা প্রবলেমের পেছনে সলিউশন আছে। প্লিজ, দয়া করে কেউ আত্মহত্যার পথ বেছে নেবেন না। আপনি যদি আত্মহত্যা করেন তাহলে আপনার বাবা-মা, ছোট ভাই-বোনটা কী হবে? একবার চিন্তা করে দেখেন। যে ব্যাপারটি আপনার পরিবারকে ভালো রাখবে না, সে ব্যাপারটিতে কেন আপনারা পা বাড়ান?’

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G