ভুয়া লাইক ব্যবসার বিরুদ্ধে ফেসবুকের যুদ্ধ ঘোষণা
ভুয়া লাইক ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ফলে যারা ফেসবুকে এই ভুয়া লাইকের ব্যবসা করে মুখে চওড়া হাসি ফুটিয়েছেন তাদের দিন শেষ হতে চলেছে।
গতকাল শুক্রবার ফেসবুক কর্তৃপক্ষ ভুয়া লাইক ব্যবসায়ীদের কঠোর হস্তে প্রতিহত করার ঘোষণা দিয়েছে। এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুক কর্তৃপক্ষ বলছে, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ভাইরাসপূর্ণ সফটওয়্যার ব্যবহার করে লাইক বাড়ানো, ভুয়া অ্যাকাউন্ট তৈরি ও কম পয়সায় লাইক বাড়িয়ে নেওয়ার মতো কাজগুলো শনাক্ত করার প্রযুক্তি চলে এসেছে তাদের হাতে।
ফেসবুকের নিরাপত্তা প্রকৌশলী এইচ. কেনেম চেভিয়ার বলেছেন, ‘ভুয়া লাইক ও স্প্যামার শনাক্ত করার পদ্ধতি উন্নয়ন করতে কাজ করে যাবে ফেসবুক। ভুয়া অ্যাকাউন্টধারীদের ধরতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা এখন যে পদ্ধতি গ্রহণ করছি তাতে ভুয়া লাইক ব্যবসায়ীদের ব্যবসা লাটে উঠবে।’
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ভুয়া অ্যাকাউন্ট থেকে লাইক দেওয়া হলে তা ফেসবুক ব্যবহারকারীদের যেমন খারাপ লাগে তেমনি তা ফেসবুকের জন্যও ক্ষতিকর। ফেসবুক ব্যবহারকারীরা যেহেতু আসল সংযোগ ও বিজ্ঞাপনের ফল চান সেহেতু ফেসবুকে ভুয়া লাইকের কোনো স্থান হবে না।
প্রতিক্ষণ/এডি/এআই