ভুল সংবাদ প্রকাশরোধে ফেসবুকের উদ্যোগ
সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুক। যেকোন তথ্য আদান প্রদানের ক্ষেত্রে এই মাধ্যমটির রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ফেসবুক ব্যবহারকারীরা যেকোন সংবাদ শেয়ারের মাধ্যমে দ্রুত পৌঁছে দেন তার বন্ধুদের।
এর একদিকে যেমন রয়েছে ভালো, তেমনি বিড়ম্বনারও কমতি নেই। মাঝে মধ্যেই ভুল তথ্য বা সংবাদ প্রকাশ করা হয় ফেসবুকে। এবার, ভুল ও অসত্য সংবাদ প্রকাশরোধে নতুন উদ্যোগ এক নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
এজন্য ‘ডিসপিউটেড’ বা বিতর্কিত ট্যাগ চালু করেছে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এর ফলে কোনো খবরের পোস্ট অসত্য মনে হলে তার সত্যতা যাচাইয়ের জন্য নিরপেক্ষ তৃতীয় পক্ষের সংস্থার কাছে পাঠানো হবে। তাদের কাছে ওই খবরটি মিথ্যা মনে হলে তাতে ‘ডিসপিউটেড’ ট্যাগ অ্যাড করা হবে।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ব্যবহারকারী কোনো খবরকে অসত্য হিসেবে চিহ্নিত করলে তার সত্যতা যাচাই করতে নির্দিষ্ট সংস্থার কাছে পাঠানো হবে। আর এক্ষেত্রে সত্যতা যাচাই করতে এবিসি নিউজ, ফ্যাক্টচেক ডট অর্গ এবং স্নুপস-এর মতো সংস্থাগুলোর সহায়তা নেবে ফেসবুক। সংস্থার হেল্প পেজে কীভাবে ‘ডিসপিউটেড’ ট্যাগ দেওয়া যাবে এ বিষয়ে ফেসবুক জানায়, এই সুবিধাটি এখনও সবার জন্য চালু হয়নি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু ইউজার এই সুবিধাটি ব্যবহার করতে পারছেন।
প্রতিক্ষণ/এডি/এস.টি