ভূমধ্যসাগরে দুই শতাধিক শরণার্থীর মৃত্যু

প্রকাশঃ ফেব্রুয়ারি ১১, ২০১৫ সময়ঃ ৫:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম

costaricaশরণার্থীদের নিয়ে যাত্রা করা তিন নৌকা ভূমধ্যসাগরে ডুবে গেছে। এ দুর্ঘটনায় প্রায় দুই শতাধিক শরণার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও শতাধিক শরণার্থী।

দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে ফেরা কয়েক যাত্রীর উদ্ধৃতি দিয়ে বুধবার এ তথ্য দিয়েছে জাতিসংঘ। খবর রয়টার্স।

ইতালিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিসের (ইউএনএইচসিআর) বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, একশ’ করে যাত্রী নিয়ে তিনটি নৌকা লিবিয়া থেকে থেকে ইতালির দিকে যাত্রা করে। যাত্রাপথে আরেকটি নৌকাও ছিল।

১০৫ যাত্রী নিয়ে ভেসে চলা চতুর্থ নৌকাটি প্রতিকূল আবহাওয়ায় রোববার ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে নোঙ্গর করার আগে ওই নৌকার অন্তত ১৯ যাত্রী মারা যান। অপর তিন নৌকা প্রতিকূল আবহাওয়ায় টিকতে না পেরে ডুবে গেলে দুই শতাধিক শরণার্থীর মৃত্যু হয়।

আলজাজিরা বলছে, ইউএনএইচসিআর’র মুখপাত্র কারলোট্টা সামি এক টুইট বার্তায় জানিয়েছেন, নয়জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিরা ঢেউয়ের অতলে হারিয়ে গেছে। ঘটনার চার দিনের মাথায় নিখোঁজ যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার চার দিনের মাথায় নিখোঁজ যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে।

প্রতিক্ষণ /এডি/ফাতেমা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G