ভূমধ্যসাগরে নৌকাডুবি : নিহত ৪০
আন্তর্জাতিক ডেস্ক
ভূমধ্যসাগরের লিবিয়ার উপকূলে বিদেশগামী একটি নৌকাডুবির ঘটনায় প্রায় ৪০ জনেরও বেশি অভিবাসী নিহত হয়েছে। বেঁচে যাওয়া যাত্রীরা জাতিসংঘ ও সাহায্য সংস্থাকে জানিয়েছেন, বুধবার যাত্রা করার সময় নৌকাটিতে ১২০ জনেরও বেশি যাত্রী ছিল।
ডুবে যাওয়া যাত্রীদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ৯০ জনের মতো যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা পরে ইতালিতে পৌঁছেছেন। নৌকাটির আরোহীর সবাই সেনেগাল, মালি ও বেনিনের নাগরিক। তারা লিবিয়া উপকূল দিয়ে অবৈধপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিল।
জাতিসংঘ জানায়, চলতি বছর উত্তর আফ্রিকা থেকে ৬০ হাজারের মতো মানুষ ভূমধ্যসাগর পাড়ি দেয়ার চেষ্টা করেছেন। এদের মধ্যে এক হাজার ৮০০ জনেরও বেশি অভিবাসী নিহত হয়েছেন।
প্রতিক্ষণ/ডেস্ক/সজল