ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
আন্তর্জাতিক ডেস্ক :
এবার ৫ দশমিক ৬ মাত্রোর ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। অবশ্য এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি।
সোমবার জাপানের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত হওয়ায় দেশটির প্রশাসন বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।
জাপানের আবহাওয়া সংস্থার কর্মকর্তা য়োহে হোসিগাওয়া এক সংবাদ সম্মেলনে জানান, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী টোকিও থেকে উত্তরে সাইতামা এলাকার পশ্চিমাঞ্চলে।
মার্কিন জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) হিসেব অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে টোকিওসহ বেশ কিছু অঞ্চল কেঁপে ওঠার পর নগরীর পাতাল রেল বন্ধ হয়ে যায়। এছাড়া টোকিওর প্রধান আন্তর্জাতিক প্রবেশ পথ নারিতা বিমানবন্দরের উভয় রানওয়ে বন্ধ করে দেয়া হয়। তবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এমনকী ভূমিকম্পের পর টোকিওতে অবস্থিত পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রও বন্ধ করতে হয়নি।
প্রতিক্ষণ/এডি/নুর