ভেঙ্গে ফেলা হয়েছে লালবাগ কেল্লার প্রাচীর

প্রকাশঃ জুন ২৭, ২০১৫ সময়ঃ ১২:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

পুরান ঢাকার ঐতিহ্যবাহী ও নামকরা একটি নিদর্শন হলো লালবাগের কেল্লা।অথচ শুধুমাত্র  ভিআইপিদের গাড়ি পার্কিংয়ের জন্য ভেঙ্গে ফেলা হয়েছে লালবাগ কেল্লার প্রাচীর। আর এর দায়িত্বে আছে খোদ প্রত্নতত্ব বিভাগ।

22597_1047784278580066_7919045815380485368_nইতিমধ্যে দেশের পরিবেশ কর্মীরা এর বিরুদ্ধে প্রতিবাদ ও আন্দোলনের ঘোষনা করেছেন। অথচ ৩০০ বছরের সীমানা প্রাচীরের অংশ বিশেষ ভেঙ্গে ফেলা হয়েছে। উদ্দেশ্য ভিআইপিদের কার পার্কিংয়ের ব্যবস্থা করা। মৌখিকভাবে পার্কিং তৈরির জন্য বিশেষজ্ঞ কমিটির অনুমোদন আছে জানালেও কর্তৃপক্ষ তা দেখাতে পারেন নি।

লালবাগ কেল্লার কাস্টডিয়ান বলেন, এখানে পার্কিং তৈরি করা হচ্ছে বিশেষ কমিটির সুপারিশে। কিন্ত তিনি তার এই যুক্তির পক্ষে কোন প্রকার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

এদিকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে দেশের বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। বৃহস্পতিবার পরিবেশ বাঁচাও আন্দোলন, প্রত্যাশা, গ্রীন মাইন্ড সোসাইটি, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টসহ বিভিন্ন সামাজিক সংগঠনের একটি দল লালবাগ কেল্লা  পরিদর্শন করে। ৩০০ বছরের প্রাচীর ভেঙ্গে কেল্লার ভিতরে পার্কিং অবকাঠামো নির্মাণে তারা  উদ্বেগ প্রকাশ করে।

পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান বলেন, “এটা সুস্পষ্ট যে কেল্লার উন্নয়নের নামে যা হচ্ছে তা লালবাগ কেল্লার মূল নকশার পরিপন্থি। অবিলম্বে কেল্লার দেওয়াল ভেঙ্গে বাগান বিনষ্ট করে গাড়ি পার্কিং তৈরি বন্ধ করতে হবে। যারা এই অপকর্মের সাথে জড়িত তাদের সকলকে শাস্তির আওতায় আনতে হবে।

তিনি জানান,সারা দুনিয়াতে যেখানে প্রততত্ত্ব সম্পদ সংরক্ষনে মূল নকশাকেই সবোচ্চ প্রাধান্য দেওয়া হয়। সেখানে লালবাগের কেল্লার মত মূল্যবান প্রত্নতত্ত্ব সম্পদ বিনিষ্ট করে গাড়ি পার্কিং গড়ে তোলা হয়েছে। এই পার্কিং তৈরির ফলে কেল্লার মূল নকশার পরিবর্তন ঘটাবে। যা ১৯৬৮ পুরাকীর্তি আইনের পরিপন্থি।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G